পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Oct 05, 2024
skilljobs

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাব-ইন্সপেক্টর পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


বয়স সীমা: আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ অক্টোবর ২০২৪ তারিখে ১৯ থেকে ২৭ বছর হতে হবে। এসএসসি/সমমান সার্টিফিকেটে উল্লিখিত জন্মতারিখই চুড়ান্ত বলে গণ্য হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন। 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নুন্যতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

শারীরিক যোগ্যতা: (ক) পুরুষ প্রার্থীদের(সকল কোটা) জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।

(খ) নারী প্রার্থীদের জন্য সব কোটায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০৫ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

skilljobs

পুলিশ কনস্টেবল (টিআরসি) প... [Jul 03, 2025] বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) অসংখ্য পদে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

skilljobs

বর্ডার গার্ড বাংলাদেশ (বি... [Jul 03, 2025] সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) অসামরিক পদে জনবল নিয়োগ দেয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশ ২৩ টি পদে মোট ১৬৬ জনকে নিয়োগ দেবে।

skilljobs

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ... [Jun 26, 2025] খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ০৩ টি পদে মোট ০৪ জনকে নিয়োগ দেয়া হবে।

skilljobs

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষ... [Jun 26, 2025] বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের শূন্য পদসমূহে সরাসরি লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ২০ টি পদে মোট ৫৯ জনকে এই চাকরিতে নিয়োগ দিবে।

skilljobs

লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন... [Jun 21, 2025] বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা এর শূন্য পদ গুলোতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ০৪ টি পদে মোট ০৫ জনকে নিয়োগ দেবে।

skilljobs

রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বি... [Jun 16, 2025] রেলপথ মন্ত্রণালয় সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেলপথ মন্ত্রণালয় ০৩ টি পদে মোট ০৬ জনকে নিয়োগ দেবে।

skilljobs

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্র... [Jun 16, 2025] মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ০৫ টি পদে মোট ৩১৭ জনকে নিয়োগ দেবে।

skilljobs

মানিকগঞ্জ জেলা প্রশাসকের ... [Jun 03, 2025] মানিকগঞ্জ জেলার প্রশাসকের কার্যালয় এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। মানিকগঞ্জ জেলার প্রশাসকের কার্যালয় ০১ টি পদে মোট ২৭ জনকে নিয়োগ দেবে।

skilljobs

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ... [Jun 03, 2025] বাংলাদেশ ব্যাংক এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ ব্যাংক ০৯ টি পদে ১০৯ জনকে নিয়োগ দেবে।