Your Image

পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Sep 28, 2024
skilljobs

বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন  শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, দেশের ৬৪ জেলা থেকে এবার ৩ হাজার ৬০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী নিয়োগ পাবেন।আগ্রহী প্রার্থীরা ০১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। 


বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।

পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

পদ সংখ্যা: ৩,৬০০ জন।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২ দশমিক ৫ ৷

জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)।

বয়স: আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৫ অক্টোবর ২০২৪ তারিখে ১৮ থেকে ২০ বছর হতে হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা: 

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে, তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

বেতন ও ভাতা: ছয় মাসের প্রশিক্ষণ চলাকালে পাওয়া যাবে পোশাক, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে। প্রশিক্ষণ শেষে নিয়োগপ্রাপ্তদের ২০১৫ সালের বেতন স্কেলের ১৭তম গ্রেড অনুযায়ী বেতনক্রম হবে ৯,০০০-২১,৮০০ টাকা।

বাছাই পরীক্ষা

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে প্রার্থীর নিজ জেলার পুলিশ লাইনস ময়দানে। নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্রসহ। চাকরি প্রার্থীদের সঙ্গে রাখতে হবে কর্তৃপক্ষের অনুমতিপত্র। শারীরিক মাপ পরীক্ষায় বয়স, উচ্চতা, বুকের প্রস্থ ও ওজন ঠিক আছে কি না যাচাই করা হবে। এরপর অংশ নিতে হবে দৌড়, জাম্পিং, রোপ ক্লাইমিং, পুশ-আপ, ড্রাগিং-এ।

পরীক্ষায় উত্তীর্ণ হলে জেলার পুলিশ সুপার পরবর্তী পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করবেন। একই সঙ্গে তিনি লিখিত পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে প্রার্থীদের জানিয়ে দেবেন। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ।

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট দিনে বসতে হবে লিখিত পরীক্ষায়। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত তারিখে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এতে থাকবে ১৫ নম্বর। ব্যক্তিগত পরিচিতিমূলক প্রশ্নের পাশাপাশি প্রার্থীর মানসিক দক্ষতা, মূল্যবোধ বিচারের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এ পরীক্ষায়।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০১ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

skilljobs

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদ... [Oct 16, 2024] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শূণ্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ০৫ টি পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে।

skilljobs

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলি... [Oct 16, 2024] বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর শূন পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ১৫ টি পদে মোট ২৬ জনকে নিয়োগ দেবে।

skilljobs

জেলা জজের কার্যালয় রাজশা... [Oct 15, 2024] জেলা জজ-এর কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা জজের কার্যালয়, রাজশাহী ০৪ টি পদে মােট ১০ জন লােক নিয়ােগ দেওয়া হবে।

skilljobs

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্... [Oct 15, 2024] চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-এর কার্যালয়, দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১২টি পদে মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।

skilljobs

বাংলাদেশ বিমান বাহিনী নিয... [Oct 15, 2024] বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (চলমান নিয়োগ ০১ টি) বিমান বাহিনী বিভিন্ন পদে অসংখ্য জন লােক নিয়ােগ দেবে।

skilljobs

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ... [Oct 14, 2024] চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন শূন্য পদসমূহে স্থায়ী ভাবে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ০৩ টি পদে মোট ১৫৩ জনকে নিয়োগ দেবে।

skilljobs

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্প... [Oct 14, 2024] বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি’র স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি ১৬ টি পদে মোট ২৩ জনকে নিয়োগ দেবে।

skilljobs

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ব... [Oct 12, 2024] বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিএএসবি ০২ পদে মোট ০৫ জন লােক নিয়ােগ দেওয়া হবে। আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে/ডাকযোগে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হয়েছে।

skilljobs

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ... [Oct 12, 2024] নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ০১ পদে মোট ০১ জন লােক নিয়ােগ দেওয়া হবে।

skilljobs

ইস্টার্ণ রিফাইনারী লিমিটে... [Oct 09, 2024] বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড এর স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড ০১ টি পদে মোট ৩০ জনকে নিয়োগ দেবে।