বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নৌবাহিনী বেসামরিক শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ৩২ টি ক্যাটাগরির পদে মোট ২৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে/ডাকযোগে আবেদন করতে পারবেন।
নৌবাহিনী বেসামরিক শূন্য পদসমূহ:
১। জুনিয়র সাইন্টিফিক এ্যাসিস্ট্যান্ট-০১ জন।
২। উচ্চমান সহকারী-০৭ জন।
৩। স্টোর হাউজম্যান-১০ জন।
৪। স্টোর হাউজ সহকারী-০৩ জন।
৫। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-০৬ জন।
৬। ল্যাবরেটরী এ্যাসিস্ট্যান্ট-০৪ জন।
৭। সহকারী এক্মামিনার-০৩ জন।
৮। ক্যাশিয়ার-০১ জন।
৯। লাইব্রেরী এ্যাসিস্ট্যান্ট-০৪ জন।
১০। নার্স-০৪ জন।
১১। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৫৩ জন।
১২। স্টোর ম্যান-২০ জন।
১৩। জুনিয়র টাইম কিপার-০১ জন।
১৪। টেলিফোন অপারেটর-০৮ জন।
১৫। মোয়াজ্জিন-০১ জন।
১৬। ভার্করুক টেকনিশিয়ান-০১ জন।
১৭। কম্পোজিটর-০১ জন।
১৮। মিডওয়াইফ-০১ জন।
১৯। ল্যাবরেটরী এটেনডেন্ট-০৯ জন।
২০। বাইন্ডার-০২ জন।
২১। ট্রেসার-০৪ জন।
২২। আয়া-০৩ জন।
২৩। এমটি ক্লিনার-০১ জন।
২৪। ফায়ারম্যান-১৪ জন।
২৫। অফিস সহায়ক-১৬ জন।
২৬। লস্কর-০১ জন।
২৭। ওয়ার্ডবয়-০৩ জন।
২৮। ফিল্ড হেলথ ওয়ার্কার-০১ জন।
২৯। অদক্ষ শ্রমিক-৪৯ জন।
৩০। খাকরব-১৭ জন।
৩১। ওয়াসারম্যান-০২ জন।
৩২। বারবার-০১ জন।
বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://bndcp.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন ।
আবেদনের শুরু সময় : ১১ মার্চ ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ০৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।