জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি তে নিয়োগ বিজ্ঞপ্তি
জনপ্রশাসন মন্ত্রনালয়াধীন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), ৩/এ,
নীলক্ষেত,
ঢাকা-এর নিম্নবর্নিত রাজস্ব খাতভুক্ত শুন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
পদের নামঃ হিসাবরক্ষক কাম-কোষাধ্যক্ষ (০১টি)
গ্রেড-১৩ (১১০০০-২৫৯৫০)
বয়সঃ ১৮-৩০ বছর
পদের নামঃ লাইব্রেরি এটেনডেন্ট (০১টি)
গ্রেড-২০ (৮২৫০-২০০১০)
বয়সঃ ১৮-৩০ বছর
পদের নামঃ বার্তাবাহক (০১টি)
গ্রেড-২০ (৮২৫০-২০০১০)
বয়সঃ ১৮-৩০ বছর
আবেদনের শেষ সময়ঃ ১৯ মার্চ,
২০২৩ বিকাল ৫টা।
আবেদন করার লিঙ্কঃ http://napd.teletalk.com.bd