বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
পদের নাম: বিমান বাহিনী অফিসার ক্যাডেট (৯২ BAFA কোর্স)।
শাখা: জিডি(পি), লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি/ মিটিওরলজি, এডমিন, ফিন্যান্স।
পদ সংখ্যা: অসংখ্য জন।
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট আবেদনের শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে।
অথবা
GCE ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং GCE ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে।
বয়সসীমা: ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (২৩ জুন ২০২৫), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় ৷
নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত / বিবাহিত। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের https://joinairforce.baf.mil.bd/ মাধ্যমে আবেদন করুন।
আবেদনের শুরু সময় : ০১ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ০৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে। (শর্ত প্রযোজ্য)